সারিকা সাবরিনের বিবাহোত্তর সংবর্ধনা
প্রকাশ : 2022-10-02 11:23:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা সারিকা সাবরিন চলতি বছরের ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন আহমেদ রাহিকে, যিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবে বিয়ের কাজটি সেরে নেওয়ার কারণে বিনোদন অঙ্গনে তাঁদের বন্ধু-স্বজন ও শুভাকাঙ্ক্ষী কাউকে জানাতে পারেননি।
তাই গতকাল শুক্রবার ঢাকার মহাখালীর একটি কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সারিকা। জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা সেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উভয় পরিবারের ঘনিষ্ঠজনেরা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।
সারিকার স্বামী আহমেদ রাহি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলেও তিনি গানের দল দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ের সপ্তাহখানেক পর সারিকা জানিয়েছিলেন তাঁর পারিবারিকভাবে বিয়ের খবর। সেই সময়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সারিকা বলেন, ‘যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি, সারা জীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।’
সারিকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, সজল, মীর সাব্বির, ফারজানা চুমকী, মিলা, চয়নিকা চৌধুরী, ভাবনা, খাইরুল বাসার, ফারহানা নিশো, ইভান শাহরিয়ার প্রমুখ। এদিকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বিনোদন অঙ্গনের সবাই সারিকা ও রুহির নতুন জীবনের জন্য শুভকামনা জানান।