সাম্যতার জন্য প্রার্থনা
প্রকাশ : 2021-08-02 20:32:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুজিব রহমান
------------------------
হে ঈশ্বর! কিভাবে মানুষের হৃদয়ে চাষ করো অন্ধকার
তুমিতো তোমার মহিমায় আলোকিত করবে চারধার
তোমার চোখেতো উজ্জ্বল দুর্বৃত্তদের রাজদরবার
অথচ চোখ বন্ধ রাখো-দুর্দশা দেখে মানবতার।
হে প্রভু! মধ্যরাতে যারা অধিকার লুটে নেয় তুমি তার
অথচ তোমার সহায়তা পায় না, কপর্দকহীন ভোটার
তুমি সৌদী যুবরাজদের দিয়েছ মহিমা অপার
আর ইয়েমেনের শিশুরা দেখা পায়নি মর্যাদার।
হে মহান! তুমি ইহুদী-নাসারাদের নিয়েছ ভার
অথচ তারা তোমার বিরুদ্ধে দিনরাত সোচ্চার
হিন্দু-মুসলমানরা তোমার অবহেলার শিকার
তারা মারে, মরে প্রার্থনা করতে গিয়ে তোমার।
হে বিধাতা! তুমি শ্রমিকদের দেখাচ্ছো দোজখের দ্বার
তারা শ্রমে ঘামে তোমাকে ডেকে রক্ষা পায় না আর
অথচ ধনীরা বানিয়ে নিয়েছে স্বর্গ, ঘরে আনন্দের জোয়ার
তারা ভালবাসা কিনে হাট-বাজারে, ঐশ্বর্য দিয়েছ প্রগাঢ়।
হে নমস্য! কেউ বৃক্ষহীন, ছায়াহীন, শূন্য বুকে সাহারার
অথচ কারো ঘরে পানি, ছাউনি দেখ তাল পাতার
সবই তোমার লীলা খেলা সাধারণের বুঝা ভার
সর্বত্রই তোমার উপস্থিতি বেমানান, অভাব সাম্যতার।