সাম্প্রতিক আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে ইউসিবি

প্রকাশ : 2024-09-05 17:49:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাম্প্রতিক আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে ইউসিবি

দেশের বেসরকারি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আর্থিক সহায়তা প্রদান করেছে। ইউসিবির এই অর্থ-সহায়তা আহতদের চিকিৎসার খরচ মেটাতে ব্যয় হবে।

সম্প্রতি ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হকের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী মিলাদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ছাত্রগণঅভ্যুত্থানে দেশের অনেক সাহসী সন্তান বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাদের সাহসিকতা পুনর্জাগরণের মধ্য দিয়ে দেশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই আন্দোলনে অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। আহতরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান এবং সুস্থতা নিশ্চিত করতে এগিয়ে এসেছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউসিবিও কর্পোরেট সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আহতদের পাশে দাঁড়িয়েছে।