সাবেক যুগ্মসচিব সিদ্দিকুর রহমান খান আর নেই

প্রকাশ : 2021-07-03 10:11:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাবেক যুগ্মসচিব সিদ্দিকুর রহমান খান আর নেই

সরকারের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা  সিদ্দিকুর রহমান খান  আজ সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার মগবাজার সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন করোনায় আক্রান্ত ছিলেন। সিদ্দিকুর রহমান খান বিক্রমপুরের লৌহজং থানার হলদিয়া  ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের সন্তান। তার স্ত্রী ও করোনা আক্রান্ত।  

সিদ্দিকুর রহমান খানের মৃত্যুতে মুন্সিগঞ্জের-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক ঢালী মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কৃষি ব্যাংকের ডিএমডি জয়নাল আবেদিন, ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন ওর রশীদ, সাধারন সম্পাদক ফরহাদ উজ জামান, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক  ডঃ  আনোয়ার  হোসেন , ব্রিগেডিয়ার মোঃ সেলিম মৃধা, এ্যবা গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা শিপন, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম খান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অলক কুমার মিত্র,  সাধারণ সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান,  সাতঘড়িয়া স্পুটনিক এসোসিয়েশনের সভাপতি শামিম ফরাজি, সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল,  হলদিয়া জাগরনী সংঘের সভাপতি শহিদুল ইসলাম মনোজ,  সাধারণ সম্পাদক বিএম শোয়েব গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও  লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিক্রমপুর প্রেসক্লাব, লৌহজং প্রেসক্লাব, শোক প্রকাশ করেছে।