সান্তাহার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নবীন বরণ ও গুণীজন সংবর্ধনা
প্রকাশ : 2025-12-05 19:23:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘির সান্তাহার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নবীন বরণ ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গত (০৪ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে কলেজ চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কলেজের উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এরপর ওই কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফারহানা আহমেদ মালা, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন প্রমুখ। আলোচনা শেষে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।