সান্তাহারে লোহা ও ব্রীজের গার্ডার উদ্ধার, গ্রেপ্তার-৫
প্রকাশ : 2021-08-08 17:56:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার্ড কলোনীর বসুন্ধরা বস্তিতে সেলিম খান সেলীর বাড়িতে অভিযান চালিয়ে ব্রীজের গার্ডার ও ৪ টুকরা রেল উদ্ধার করেছে। এই পরিমান রেল সম্পদ চুরির অপরাধে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা ৫ জনকে গ্রেপ্তার করেছে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (ইন্সপেক্টর) নূর-এ নবী জানায়, রবিবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর বসুন্ধরা বস্তিতে সেলিম খান সেলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ব্রীজের গার্ডার ও মিটার গেজ লাইনের ৪ টুকরা রেলসহ ঘটনাস্থল থেকে রেল সম্পদ চুরির অপরাধে হাতেনাতে ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার বোরহান উদ্দিনের ছেলে স¤্রাট হোসেন (২৫), একই মহল্লার আবুল হোসেনের ছেলে সাহেব আলী (৩০), সেলিম খান সেলীর ছেলে সজিব ওয়াজেদ জয় (২৫), ষ্টেশন কলোনীর মৃত-দোয়াত শেখের ছেলে হেলাল শেখ (৩৬), হাউজিং কলোনীর আলম হোসেনের ছেলে সুজন হোসেন (৩০)।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকিতে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল ও উদ্ধার) আইন ২০১৬ (৪) নং ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল গুলো আনুমানিক ওজন ২৫০ কেজি। যাহা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।