সাঙ্গু নদীর তীরে মিললো চার জনের গুলিবিদ্ধ লাশ
প্রকাশ : 2022-03-06 13:00:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমার পাইন্দুতে শনিবার (৫মার্চ) রাতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (৬ মার্চ) সকাল ১১টায় রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীরে চার জনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার। তিনি বলেন, বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে চার জনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা পরবর্তীতে শনিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের ওপর হামলা চালিয়ে তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়।
রবিবার তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।