সাগরের গোপন ব্যথা - বর্ণালী চ্যাটার্জী
প্রকাশ : 2025-03-03 11:57:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

সাগরের গোপন ব্যথা
বর্ণালী চ্যাটার্জী
সাগর তোমার ঢেউয়ের
তীরে বালি কেন?
তুমি কি জানো কবে থেকে
এ বালি এখানে জমেছে...
আমি তো তোমার এই তীর ধরে
রোজ হাঁটি...
কিন্তু তোমার এই গোপন ব্যথা
কোনোদিন ও অনুভব করিনি।
রোজ কত শত মানুষ তোমার
বুকে ডুব দেয়...
তবুও তুমি নির্বাক নিশ্চুপ
কোনো প্রতিরোধের বেড়াজাল
গড়ে তোলোনি...
বোধহয় তাঁরা তোমার
একান্ত আপন?
তুমি কিন্তু আমার খুব প্রিয়
এক অনন্য ভালোবাসা
তবুও আমি তোমার উত্তাল
ঢেউ এ নিজেকে ডোবাই নি
কেবলি তোমায় সঙ্গে নিয়ে হেঁটেছি।