সাকিব একজন যোগ্য খেলোয়াড় ও ক্যাপ্টেন, এতে কোনো সন্দেহ নেই: চঞ্চল চৌধুরী
প্রকাশ : 2023-10-07 11:16:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ক্রিকেট খেলায় অনেক একসাইটমেন্ট আছে। আমার সবচেয়ে ভালো লাগে ৫০ ওভারের ওয়ানডে ম্যাচগুলো। আমার মনে হয়, এই খেলার প্রতি বলে বলে উত্তেজনা আছে। আমার কাছে ক্রিকেট খেলা হচ্ছে উত্তেজনা ও অনিশ্চয়তার খেলা। এজন্যই এই খেলাটা দেখে উপভোগ করি। তবে সত্যি বলতে এখন খেলা আমি দেখতে পারি না। শুধুমাত্র বাংলাদেশের জেতা ও হারার খবরটা রাখি বা ছেলের কাছে যখন শুনি বাংলাদেশ জিতবে এই ম্যাচটা তখন দেখার চেষ্টা করি।
আমি একটা জিনিস মনে করি, সাকিব আল হাসান একজন যোগ্য খেলোয়াড় ও ক্যাপ্টেন। এতে কোনো সন্দেহ নেই। তার নেতৃত্বে এবার আমরা ভালো করবো, সেই বিশ্বাস আমি রাখতে চাই। তবে কথা আছে। আমি চাই না দলনেতার দায়িত্ব পালন করতে গিয়ে যেন সাকিব তার অলরাউন্ডার পারফরমেন্সে ঘাটতি ঘটনায়। এটা আগেও অনেক ক্যাপ্টেনের বেলায় দেখেছি, দলকে গুছাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। তাই সাকিবের প্রতি আমার অনুরোধ, ক্যাপ্টেন্সি করার সঙ্গে যেন মাথা ঠাণ্ডা করে নিজের সেরা খেলাটাও সে খেলে। কারণ এটা অনেক বড় দায়িত্ব। এর বাইরে দলের মধ্যে বাকি যারা আছেন তাদের প্রতিও আমার আস্থা আছে।
প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যদি পারফর্ম করে তাহলে অনেক ভালো ফলাফল আসবে এবার। যদিও এখন বাংলাদেশের যে অবস্থান, তাতে হয়তো কন্টিনিউ জয় থাকে না বা আমরা যে প্রত্যাশা করি, সেটা পূরণ হয় না। সবচেয়ে বড় বিষয়, আমরা জেতা ম্যাচ হেরে যাই সহজে। আর হারা ম্যাচও জিতে যাই! এর মানে হলো, ধারাবাহিকতাটা আমরা কেন জানি এখনও রক্ষা করতে পারছি না। আমি জানি, খেলায় হার-জিত্ থাকবেই। কিন্তু প্রতিদ্বন্দ্বীতা করে হারার মধ্যেও তো একটা স্বস্তি থাকে। সেটা পাই না এখন। আমার মনে হয়, আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়ানো দরকার। অন্তত এশিয়া কাপের পারফরমেন্স দেখে আমার তাই মনে হয়েছে।
আর এবারের বিশ্বকাপ নিয়ে বলবো, প্রথমত যারা সবচেয়ে ভালো খেলবে কাপ তাদের ঘরেই যাবে। তবে শেষ এশিয়া কাপ দেখে যা মনে হয়েছে, পাকিস্তান বেশ ভালো দল। ভারত খুবই ফর্মে আছে। আসলে এখনও অনেক সময় বাকি আছে। সব দলই তাদের সেরা প্রস্তুতির মধ্যে আছে। এরমধ্যে সবাই গুছিয়ে নেবে। তবে অবশ্যই চাই বাংলাদেশ ভালো কিছু করুক। কারণ আগেই বলেছি, মিরাকলি বাংলাদেশ যেকোনো কিছু করতে পারে। ফলে কাপটা বাংলাদেশের ঘরেও আসতে পারে, এই স্বপ্ন দেখতে ক্ষতি কী! আজ বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। আফগানিস্তান বর্তমানে বেশ শক্তিশালী দলে পরিণত হয়েছে। তবে আমার মনে হয়, বরাবরের মতো আজও শেষ হাসিটা বাংলাদেশই হাসবে। নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়েই শেষ হবে।
ই