সাকিবের ইনজুরি নিয়ে নতুন তথ্য, দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে যা বললেন নির্বাচক হান্নান

প্রকাশ : 2024-09-23 15:43:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাকিবের ইনজুরি নিয়ে নতুন তথ্য, দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে যা বললেন নির্বাচক হান্নান

দীর্ঘদিন ধরে ব্যাটিংয়ে ধুঁকছেন সাকিব আল হাসান। তবে নিয়মিত দলকে বোলিং আক্রমণে সহায়তা করে আসছেন তিনি। তবে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বল হাতেও সুবিধা করতে পারেননি সাকিব। এরই মাঝে প্রশ্ন উঠেছে সাকিবের আঙুলের চোট নিয়েও। যার কারণে পরের টেস্টে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নির্বাচক হান্নান সরকার। এ সময় সাকিবকে নিয়ে তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তার কী অবস্থা।’ 
 
তিনি আরও বলেন, ‘আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব।’

সাকিবের চোটের ব্যাপারে হান্নান সরকার বলেন, ‘আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে।’ 
 
তিনি বলেন, ‘সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।’