সাংবাদিক সাহীন আর নেই

প্রকাশ : 2024-12-29 19:10:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাংবাদিক সাহীন আর নেই

দৈনিক খবর এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-----রাজিউন)।  শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁওয়ের কলেজপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। বেশ কিছুদিন থেকেই জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। 

শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে তাঁর কফিন এনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় এবং দুপুর ১২টায় প্রেসক্লাব চত্বরে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতাল চত্বরে দ্বিতীয় জানাযা শেষে মুন্সীপাড়া গোরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। 

শাহীন ফেরদৌস দীর্ঘদিন থেকে দৈনিক খবর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি দৈনিক উত্তর বাংলার পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী এক কণ্যা এক ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী সহ আত্নীয় স্বজন রেখে যান।