সাংবাদিক রইসুল হক বাহারের চলে যাওয়ার তিন বছর
প্রকাশ : 2021-09-18 09:40:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের আজকের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ১৯৫২ সালের ১ এপ্রিল নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার চরকাকড়া গ্রামে জন্ম হয় তার। ১৯৬৯ সালে চট্টগ্রাম বন্দরে কর্মজীবন শুরু করেন তিনি।
১৯৭২ সালে দৈনিক সেবক পত্রিকার মধ্য দিয়ে রইসুল হক বাহারের সাংবাদিকতা জীবন শুরু। এরপর তিনি দৈনিক গণকণ্ঠ ও পূর্বকোণ পত্রিকায় কাজ করেন। দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের ইংরেজি দৈনিক পিপলস ভিউ এবং জাতীয় দৈনিক ডেইলি সানের বার্তা সম্পাদকের। এ ছাড়া ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবেও কর্মরত ছিলেন তিনি।
লেখক হিসেবেও বেশ পরিচিতি আছে তার। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ছোটদের জন্য ইংরেজিতে একটি পুস্তিকাও রচনা করেন তিনি।