সর্তক পাহারায় পুলিশ কাউনিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচী
প্রকাশ : 2023-02-12 13:13:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদ যাত্রা পালনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচী পালনে দুই দল শনিবার প্রস্তুতি নেওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছারাও পুলিশ কে বিভিন্ন পয়েন্টে সর্তক পাহারায় থাকতে দেখা গেছে। উপজেলার আরকে রোডে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের সসস্ত্র সর্তক অবস্থায় অবস্থান নেয়। বিশেষ করে বিএনপি অফিসের সামনে সর্তক পাহারায় পুলিশ কে থাকতে দেখা গেছে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান সরকার ও বিরোধী দলের কর্মসূচীকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সর্তক অবস্থায় পাহারায় রাখা হয়েছে।