সরকারী সম্পদ খোয়া যাওয়ার উজ্জল দৃষ্টান্ত কাউনিয়া মেডিকেল
প্রকাশ : 2024-06-29 19:34:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সরকারী সম্পদ খোয়া যাওয়ার উজ্জল দৃষ্টান্ত রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কর্তৃপক্ষের উদাসিনতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত আবাসিক ভবনের মালামাল হরিলুট হওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গিয়ে দেখা গেছে কর্তৃপক্ষের উদাসিনতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত আবাসিক ভবনের দরজা, জানালা (কাঠ ও লোহার গ্রিল) সহ বিভিন্ন মালামাল হরিলুট হয়ে গেলেও দেখার কেউ নেই। যেন স্থানিয় প্রবাদ সরকারী মাল, দড়িয়ামে ঢাল এর মত। জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ কোয়াটার (আবাসিক ভবন) কে অনেক আগে পরিত্যাক্ত ঘোষনা করা হয়। দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত ওই ভবন গুলোতে মানুষ না থাকায় সেখান থেকে কাঠের দরজা, জানালা এবং লোহার গ্রিলসহ বিভিন্ন মালামাল দিনে-রাতে হরিলুট হয়ে যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের চোখের সামনে দিয়ে এসব মালামাল পাচার হয়ে গেলেও দেখার কেউ নেই। মেডিকেলের আবাসিক ভবনে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ভবন গুলো নিলামে দিলে সরকার অনেক রাজস্ব পেত কিন্তু কেন যেন কর্তৃপক্ষ এদিকে নজর দিচ্ছে না ? ভবন গুলোর দামি পুরাতন কাঠের দরজা, জানালা ও স্টিল এবং লোহার ভারি গ্রিল একের পর এক কে বা কাহারা খুলে নিয়ে যাচ্ছে। এছারা পরিত্যাক্ত ওই ভবন গুলোতে বিভিন্ন নেশাসহ অপরাধের রাজ্যে পরিনত হয়েছে। পাশ্ববর্তী আবাসিক কোয়াটারে থাকা কর্মকর্তা-কর্মচারীরা জানায়, কে বা কাহারা এসব করছে তারা তা জানেন না। হাসপাতাল কর্তৃপক্ষের একজন জানান পরিত্যাক্ত ওই ভবনগুলো নিলামে দেয়ার কর্তৃপক্ষ স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ জানান, পরিত্যাক্ত ভবনের মালামাল চুরি কিংবা হরিলুটের বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।