সরকারি জমিতে ভবন নির্মাণ, মোবাইল কোর্টে মালিকের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশ : 2022-05-29 19:58:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সরকারি জমিতে ভবন নির্মাণ, মোবাইল কোর্টে মালিকের ৩ মাসের কারাদণ্ড

শরণখোলায় সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করার দায়ে আবু জাফর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম সিদ্দিকী এই দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়, সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে আবু জাফর তাফালবাড়ী বাজারের সরকারি খাস জমি দখল করে সেখানে পাঁকা বাড়ি নির্মাণ শুরু করেন। এমন অভিযোগ পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে দখলদারকে তার বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এসময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দখলদার জাফরকে আটক করেন।

ইউএনও মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, সরকারি জমি দখল করে বিল্ডিং তৈরী শুরু করেন। তার বৈধ কোনো কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে আবু জাফর নামে ওই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।