সভ্য মানুষের শানিত অভিব্যক্তি  

প্রকাশ : 2021-12-01 10:02:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সভ্য মানুষের শানিত অভিব্যক্তি  

মোহাম্মদ আলীম
------------------- 
 
 
আমি আপনাদের মঞ্চে আজ অযোগ্য,
কারন বিধাতার নামে শপথ
করে মিথ্যা বলিনা।
আমি আপনাদের সমাজে অচল,
কারন শতশত দিন তীর্থ (তাবলীগ) করে
ধর্মগ্রন্থ ছুয়ে হীনকর্ম অস্বীকার করিনা।
আমি আপনাদের কাছে আজ অথর্ব,
কারন খুনের নেশায় আমি শোণিতপ্লাবিত নই।
আমি আপনাদের মত মর্গের রক্তমাংসময় মানুষ নই
সন্ত্রাসবাদ, উগ্রবাদ, চাঁদাদাবাজিতে আমি প্রমত্ত নই !
আপাদমস্তক আমার বন্দী থাকে 
আড়িয়ল বিলের শাঁমুকের লাজের মত।
আবার হাতে কাঁপে আপনাদের রামদায়ের মতো
নৃত্যরত নটরাজ; আমার কলমখানী।
একপাশে মিথ্যে ধর্মের খেলা,
অন্যপাশে সত্যের অভিনয়ে ক্রমশ ব্যথীত হই,
উত্তাল হই, কিন্তু পরাস্ত নই।
আমি ভালবাসিনা টাকার বিনিময়ে
উৎখাতে অবিরাম।
আমি ভালবাসিনা নীরব রাতের আঁধারে
কারো ঘরে আগুন দিতে
আমি ভালবাসি পলাশ শিমুলের ডালে ফাগুন দিতে।