সভা সমাবেশে অনুমতি পূর্ব নিতে হবে প্রশাসনের

প্রকাশ : 2024-08-10 19:18:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সভা সমাবেশে অনুমতি পূর্ব নিতে হবে প্রশাসনের

দেশের বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে  সকল ধরনের রাজনৈতিক সভা ,সমাবেশ , মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচি পালনে প্রশাসনের আগাম অনুমতি নিতে হবে।

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের স্বাক্ষরিত ১০ আগষ্টের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তার অফিস স্বারক নম্বর ০৫.৪৭.৭৭০০.০০১.২২০০৩.২৪-২৫২। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,  বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিতে জেলার বিভিন্ন সংগঠন,সংস্থা ও রাজনৈতিক দল পঞ্চগড় শহর ও জেলার বিভিন্ন জায়গায় সমাবেশ ,মানববন্ধন ও অন্যান্য কর্মসুচি পালন করছেন।

এমন অবস্থায়  এ সকল কর্মসূচি আয়োজনের পূবেই পঞ্চগড় জেলায় নিয়োজিত সেনাবাহিনী ও আইনশূঙ্খলা সংস্থা এবং জেলা প্রশাসনের অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ ভাবে অনুরোধ করা হলো।