সব ফরম্যাটের সব ম্যাচ খেলবে সাকিব: বিসিবি সভাপতি
প্রকাশ : 2022-06-03 11:31:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নতুন টেস্ট অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। আর লাল বলের নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। মুমিনুল হক স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ায় তৃতীয় দফায় টেস্টের অধিনায়ক হলেন এই অলরাউন্ডার। কিন্তু সাকিবকে প্রায়ই বাংলাদেশ দল পায় না। ‘ব্যক্তিগত কারণে’ কয়েক সিরিজ ধরেই অনিয়মিত সাকিব। বিশেষ করে, টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম পাওয়া গেছে। এই অবস্থায় তাকে নেতৃত্ব দিতে গিয়ে বিসিবি কি আশ্বস্ত? সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সব ফরম্যাটের সব ম্যাচ খেলবেন বাঁহাতি অলরাউন্ডার।
বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম টেস্ট অধিনায়ক। মুমিনুল যেহেতু আগেই জানিয়ে দিয়েছেন, তিনি আর নেতৃত্বে থাকতে চান না। নতুন অধিনায়ক খুঁজতে বোর্ড সভায় আলোচনায় হয়। সেখানেই সাকিবকে অধিনায়ক করে তার ডেপুটি করা হয়েছে লিটন দাসকে।
কিন্তু বিসিবি সভাপতি নিজেই তো বেশ কয়েকবার জানিয়েছেন, সাকিব টেস্ট খেলতে চান না। সেই তার কাঁধেই টেস্টের নেতৃত্ব! এবার কি তাহলে আশ্বস্ত হতে পেরেছেন পাপন? বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমে কথা বলার সময় সন্তুষ্টিই ঝরলো বিসিবি সভাপতির কণ্ঠে, ‘আমার সঙ্গে যেটুকু কথা হয়েছে... অবশ্যই। শুধু আমি নই, আমার আগে (বোর্ডের) আরও অনেকের সঙ্গে কথা হয়েছে ওর। সাকিবের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আছে জিম্বাবুয়ে সিরিজ। এই সিরিজটা শুধু ও শিওর না। কিন্তু এরপর যত ফরম্যাটের যত খেলা আছে, ও সব খেলবে। আর টেস্ট খেলবে বলেই তো এটা [অধিনায়ক করা]।’
এ নিয়ে তৃতীয়বার টেস্ট দলের নেতৃত্ব পেলেন সাকিব। প্রথমবার ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট চলাকালীন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোটে পড়লে দায়িত্ব পান তিনি। প্রথম দফায় ১৩ মাস দায়িত্ব পালন করেন টেস্ট দলের। সেবার ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে একটিতে জেতেন বাঁহাতি এই অলরাউন্ডার। এরপর ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে টেস্ট ম্যাচ হারলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।
দ্বিতীয় দফায় সাকিব দায়িত্ব পান ২০১৭ সালের ডিসেম্বরে। সেবার টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি দলের নেতৃত্বভারও তুলে দেওয়া হয় তার কাঁধে। এই সময় তার অধিনায়কত্বে পাঁচ টেস্টে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ জেতে বাংলাদেশ, হেরে যায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।
এবারের মেয়াদটা কতদিনের? বিসিবি অবশ্য সময় নির্ধারণ করেনি। পাপনের ভাষায়, ‘এটা বলাটা মুশকিল এখন। দিন হিসেবে আমরা কখনও এটা [অধিনায়ক] ঠিক করি না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই, মানে এখন থেকেই টেস্টের অধিনায়ক সাকিব। মুমিনুল যদি নিজে থেকে না ছাড়তে চাইতো, তাহলে হয়তো ও-ই থাকতো (অধিনায়ক)। সুতরাং অধিনায়ক নিয়ে আমাদের কিছু নির্ধারণ করা হয়নি।’