সচিব সভায় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন

প্রকাশ : 2024-02-05 12:47:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সচিব সভায় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন

রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সচিব সভার শুরুতে সচিবদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফুল দিয়ে অভিনন্দন জানান।

সভার শুরুতেই উপস্থিত সচিবদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জানা গেছে, এই সভা থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকারপ্রধান দিক নির্দেশনা দিতে পারেন। এ ছাড়া ২০২২ সালের সচিব সভায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হবে।
  
সচিব সভা আগে সচিবালয়েই হতো। কিন্তু মন্ত্রিসভার নিয়মিত বৈঠকগুলো এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। তাই এবার সেখানেই হচ্ছে সচিব সভা।
 
সাধারণত সচিব সভায় সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দফতার বা সংস্থায় কাজ করা সচিব পদমর্যাদার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। বর্তমানে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সচিব ও সচিব হিসেবে কর্মরত রয়েছেন ৮৫ জন কর্মকর্তা।