সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার পায়তারা মেনে নেওয়া হবেনা

প্রকাশ : 2025-03-27 12:30:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার পায়তারা মেনে নেওয়া হবেনা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার সাবেক তিন বারের সফল মেয়র আলহাজ্ব মতিয়ার রহমান মতিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশের জনগণ এখন তারেক রহমানের জন্য অপেক্ষা করছে।তারেক রহমাকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যাবর্তন করে সংসদ নির্বাচন দিতে হবে।নির্বাচন দিতে বিলম্ব করলে এই অন্তবর্তী সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং এই সরকারের প্রতি মানুষ আস্থা হারাবে। আমরা চাই নির্বাচন নিয়ে তালবাহানা করে হাসিনার মতো না হোন। তিনি আরও বলেন,তারেক রহমান তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মণি কোঠায় জায়গা করে নিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান দেশ সংস্কারে ৩১ দফা প্রস্তাব দিয়েছে।সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার যে  পায়তারা করছে জনগন তা মেনে নিবে না। ২৬ মার্চ ২০২৫,সোমবার বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।

এসময় উপস্থিত ছিলেন  শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ বি এম কামাল সেলিম,শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা:আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মতিয়ার রহমান,বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোকামতলা ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম,বিএনপি নেতা সুজা,মামুন,আলফাজ,মান্না,নান্নু,মোত্তালেব,ইকবাল,সানোয়ার হোসেনপিরব ইউনিয়ন সমবায় দলের সভাপতি মোনজাদ হোসেন,শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরু,যুবদল নেতা জাকারিয়া ইসলাম বিপ্লব ,মাসুম, পলাশ,ফারুক,নিপন,বেলাল,তনু,সজীব,নিশাত,রমজান,সুজন,রঞ্জু, আল-আমিন, রেজ্জাকুল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউল ইসলাম জিকো, জেলা ছাত্রদলের সাবেক সহ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাগর, জেলা ছত্রদলের সাবেক সদস্য মো রিপন মিয়া, শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন জেমি, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাসেল,জেলা ছাত্রদল নেতা।

কা/আ