সংবাদ সম্মেলন নিয়ে বিতর্ক ; ফরাসি ওপেন না খেলার ঘোষণা ওসাকার

প্রকাশ : 2021-06-01 10:17:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সংবাদ সম্মেলন নিয়ে বিতর্ক ; ফরাসি ওপেন না খেলার ঘোষণা ওসাকার

ফরাসি ওপেন থেকে না খেলার ঘোষণা দিয়েছেন বিশ্বের ২ নম্বর বাছাই নাওমি ওসাকা। খেলা শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জাপানি টেনিস তারকা। রবিবার ফরাসি ওপেনে নিজের প্রথম ম্যাচে জেতার পর ঘোষণা মতো সংবাদ সম্মেলনেও যাননি।

এরপর নাওমির জরিমানা করে বহিষ্কারের হুমকি দিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। এবার নাওমি নিজেই ফরাসি ওপেন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, সংবাদ সম্মেলনে অংশ নিলে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। 

ফরাসি ওপেনের প্রথম ম্যাচে নাওমি ওসাকা জয় পেয়েছিলেন সহজেই। সোমবার টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে  তিনি টুইট করে লেখেন, ‘আমি সরে গেলে এই প্রতিযোগিতা, অন্য টেনিস খেলোয়াড় এবং বাকি সকলের জন্য ভাল হবে। সকলে তা হলে খেলায় মন দিতে পারবে’। 

রবিবার প্রথম পর্বে প্যাট্রিসিয়া মারিয়া টিগকে হারিয়ে দেন ওসাকা। ৬-৪, ৭-৬ ব্যবধানে জয় পান তিনি।