ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি নিয়ে কর্মশালা
প্রকাশ : 2022-02-09 19:54:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে, সংস্থার সমন্বয়কারী সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্টিত কর্মশালায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য শেখ আব্দুল হান্নান, ফারজানা ববি, শরিফুল ইসলাম সোহান সহ ইয়ুথ গ্রুপের সদস্যরা। কর্মশালয় বক্তারা স্ট্যান্ডিং কমিটি সক্রিয় হওয়ার জন্য আলাদা আলাদাভাবে মত প্রকাশ করেন এবং অদূর ভবিষ্যতে স্ট্যাডিং কমিটিগুলো আরও সক্রিও হবে এবং ইউনিয়ন পরিষদের কর্মকান্ড আরও গতিশীল হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।