শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

প্রকাশ : 2021-09-13 10:39:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। এ জয়ে স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো সফরকারীরা।

সিরিজের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। কিন্তু সেই মিশনে মাঝপথেই খেই হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার কুইন্টন ডি ককের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৫ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮.১ ওভারে ১০৩ রানে অলআউট হয় লঙ্কানরা।  

ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭১ রান করে শ্রীলংকা। এরপর মাত্র ৩২ রানের ব্যবধানে ৭ উইকেট হারালে নির্ধারিত ২০ ওভারও খেলা সম্ভব হয়নি।

দক্ষিণ আফ্রিকার তিন তারকা স্পিনার তাবরাইজ শামসি, এইডেন মার্করাম ও বিজোন ফরচুনের স্পিনে বিভ্রান্ত হয়ে ১০৩ রানেই অলআউট হয় লঙ্কানরা।  

 এ ম্যাচে দলে ফিরেন শ্রীলঙ্কার মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা। তার ব্যাট থেকেই এসেছে ইনিংসের সর্বোচ্চ ৩০ রানের ইনিংস। পার্টটাইম স্পিনার এইডেন মারক্রামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২ চার ও ১ ছক্কা হাঁকান পেরেরা।

এছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন আর মাত্র তিনজন ব্যাটসম্যান। তবে তারা কেউই ইনিংস বড় করতে পারেননি। তিন নম্বরে নামা ভানুকা রাজাপাকশে ১৩ বলে ২০, অধিনায়ক দাসুন শানাকা ৮ বলে ১০ ও স্বভাববিরুদ্ধ ইনিংসে ২০ বলে ১৪ রান করেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা।

প্রোটিয়াদের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন তাবরিজ শামসি, ২১ রানে ৩ উইকেট নেন এইডেন মার্কওরাম আর ১২ রানে ২ উইকেট নেন বিজোন ফরচুন।  

১০৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার কুইন্টন ডি ককের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৫ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান আসে ডি ককের ব্যাট থেকে। এইডেন মার্করাম করেন দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান।