শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে প্রাণ গেল ৪ নারী শ্রমিকের 

প্রকাশ : 2022-08-19 16:49:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে প্রাণ গেল ৪ নারী শ্রমিকের 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- রাধা মাহালি (২৫), পুনি ভূমিজ (২৫), হিরা ভূমিজ (৩০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার জানান, পরিত্যক্ত টিলার মাটি কাটার সময় এক পর্যায়ে টিলা ধসে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বচকন্দ ভূমিজ জানান, সকালে লাখাইছড়া চা বাগানের চার চা শ্রমিক ঘর লেপার জন্য মাটি সংগ্রহ করতে পরিত্যক্ত টিলায় যান। এ সময় কোদাল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।  

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান ওসি শামীম।