শ্রীপুরে পাহাড়াদারের জমি নিয়ে বিরোধ, জোর করে ঘর নিমার্ণ করার অভিযোগ
প্রকাশ : 2022-05-06 19:13:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এক পাহাড়াদার পরিবারকে দান করা জমি গ্রহণে বাধাপ্রধান ও জমি জবর দখল করে নেওয়ার চেষ্টা অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ফরিদপুর গ্রামের মৃত আবুল আউয়ালের ছেলে জাহাঙ্গীর আলম ঝুটন প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (৫ মে)একই গ্রামের গোলাম মোস্তফা ও তার ছেলে রোমান, রিমেন ও স্ত্রী লাকি আক্তারকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ।
অভিযোগে জানা গেছে, গত ২২ বছর যাবত জাহাঙ্গীর আলমের ঝুটনের বাবা আব্দুল আউয়াল জার্কিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রয়কৃত জমির কেয়ারটেকার বা পাহাড়াদার হিসেবে নিয়োজিত ছিলেন। ওই সময়ে ইন্ডাস্ট্রিজের মালিক আজিজুল হক একই মৌজায় প্রতিষ্ঠানের পাশে ৩৭.৫০ শতক জমি সাবকবলা করে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন। ঝুটনের বাবা আব্দুল আউয়াল মারা যাওয়ার পর মালিক ওই অঙ্গীকারে অনড় রয়েছেন এবং বাবার স্থলে আব্দুল আউয়াল মিয়ার ছেলে ঝুটন ওই প্রতিষ্ঠানের কেয়ারটেকার বা পাহাড়াদার হিসেবে দেড় বছর যাবত নিয়োজিত রয়েছেন। কিন্তু অভিযুক্তরা ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে জমিতে অনধিকার প্রবেশ করে একাধিকবার স্থাপনা নির্মাণের চেষ্টা করে। গত ২২ মার্চ স্থানীয় সালিশে অভিযুক্তরা তাদের এসব কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য জনপ্রতিনিধি ও মাতব্বরদের উপস্থিতিতে প্রতিশ্রুতি দেয়।
এরই ধারাবাহিকতায় গত ৫ মে অভিযুক্তরা পাহাড়াদার ঝুটনের পরিবারকে খুন জখমের হুমকি দিয়ে ওই জমি জবরদখলের উদ্দেশে মজিতে জুর করে ইটা দিয়ে ঘর নির্মাণ করার জন্য তৎপরতা চালায়।
অভিযুক্তদের পক্ষে রোমান ও তার পিতা মোস্তফা জানান,তাদের পৈত্রিক সম্পতির উপর ঘর ণির্মান করতেছেন। মোস্তফা এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান, তবে মোস্তফা এই জমির কোন প্রকার কাগজ পত্র সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করতে পারেনি।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) কামরুর ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।