শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানির শেষ নেই
প্রকাশ : 2022-04-06 15:02:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে সকলের সামনেই প্রকাশ্যে চলছে ঘুষ বাণিজ্য। জমির নিবন্ধন, নামজারি, জাল দলিলে জমি দখলসহ নানা ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন জমির মালিকসহ ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা বলছেন, আমরা কোনো দলিল রেজিস্ট্রির জন্য শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে হয়রানির শেষ থাকে না। দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। ঘুষ ছাড়া কোনো কাজ হবে না বলে প্রকাশ্যে জানিয়ে দেন কর্মকর্তা-কর্মচারীরা।
আমরা তাদের কাছে জিম্মি। পিয়ন শুভ প্রকাশ্যে টিপসহি প্রতি ঘুষ নিচ্ছেন ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। কোনো অদৃশ্য শক্তির বলে প্রকাশ্যে এভাবে ঘুষ নেন একজন পিয়ন, তা আমাদের কাছে বোধগম্য নয়। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে পিয়ন শুভ বলেন, আমি কারও কাছ থেকে জোর করে টাকা নেইনি।
তার ঘুষ নেওয়ার ঘটনাটি ভিডিওতে দেখা যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সাক্ষাতে কথা বলব। পরে আবার বলেন, চাইলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন।
এবিষয়ে সব-রেজিস্ট্রার রেহান বেগম বক্তব্য নেওয়ার জন্য তার অফিসে গেলে তাকে পাওয়া জায়নি। পরে তার মুঠো ফোনে একধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।