শ্রীনগর প্রেস ক্লাবে সাংবাদিক ফয়েজ আহমদের স্মরণ সভা

প্রকাশ : 2022-02-21 10:25:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগর প্রেস ক্লাবে সাংবাদিক ফয়েজ আহমদের স্মরণ সভা

শ্রীনগর প্রেস ক্লাবে উপমহাদেশের বরেণ্য সাহিত্যিক ও সাংবাদিক ফয়েজ আহমদ এর বার তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় শ্রীনগর প্রেস ক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা শ্রীনগরের বাসাইল ভোগের সন্তান ফয়েজ আহমেদ এর জীবনী ও কর্ম তুলে ধরেন।

শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতি চারণ করেন তৈমাসিক নতুন দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম, লেখিকা তাহেরা বেগম জলি, ইসলামী ব্যাংকের পরিচালক ও লেখক জয়নাল আবেদীন। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর খাঁন, কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম এস এম এ খালেক, শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম খাঁন, শ্রীনগর কল্যান সমিতির সভাপতি মোশারফ হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল সহ প্রমুখ।