শ্রীনগর উপজেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 

প্রকাশ : 2022-03-05 20:31:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগর উপজেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার(৫মার্চ) দুপুর ১২টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের সামনে শ্রীনগর দোহার আন্তঃ সড়কে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনের এ বিক্ষোভ সমাবেশ করা হয়। 

উপজেলার বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম কানন এর উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুূল ইসলাম মৃধা, সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুকুল, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদন জেমস, বিএনপি নেতা আশরাফ হোসেন মিলন, ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, সদস্য সচিব রজিন, ছাত্রদলের আহবায়ক লিমন মোড়ল, সদস্য সচিব জহিরুল ইসলাম বাদশা, শ্রীনগর সরকারী কলেজ ছাত্রদলে সদস্য সচিব এমদাদুল হক ইমন, যুবদল নেতা মাসুদ রানা, ফারুক মৃধা, তানভীর সোবহান, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী শামীম ইমাম সাচ্চু, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম কাড়াল, ভাগ্যকুলের সভাপতি এমদাদুল হক মিলনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।