শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রদান
প্রকাশ : 2022-05-14 16:31:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আজ শনিবার শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে মোগল এম্পিয়ার হোটেলে দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর খানের সঞ্চালনায় উপজেলার দরিদ্র মহিলাদের মাঝে আর্থ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনব কুমার ঘোষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি নজরুল ইসলাম সেক্রেটারি জিএম লতিফ, যুগ্ম সেক্রেটারি মো হাফিজুল ইসলাম খান , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আলম টিটো, নির্বাহী মোঃ শাহে আলম প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে মহিলাদের মাঝে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।