শ্রীনগর আড়িয়াল বিলে সাপের কামড়ে যুবকের মৃত্যু
প্রকাশ : 2024-11-15 10:21:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগন্জের শ্রীনগর আড়িয়াল বিলে জমির আগাছা পরিষ্কার করতে গিয়ে বিষধর সাপের কামড়ে নিরব(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নিরব(২২)। সে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের উত্তর সেলামতি বানিয়াবাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিরব তার পিতার সাথে আড়িয়াল বিলে জমির আগাছা পরিস্কার করতে যায়। তার বাবা দুপুর খাবারের জন্য বাড়ীতে আসে। নিরব ক্ষেতের আগাছা পরিষ্কার করার সময় বিষধর সাপে কামড় দেয়। তার বাবা খাবার নিয়ে যাওয়ার পর ছেলের কাছে সাপে কাটার বিযয়টি সে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সাপের ভেকসিন নেই বলে জানান । উপায়ন্তর না-পেয়ে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক নিরবকে মৃত ঘোষনা করেন । স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন জানান, নিরব আড়িয়াল বিলে জমির আগাছা পরিস্কার করতে গেলে সাপের কামগে তার মৃত্যু হয়।