শ্রীনগরে ৪০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশ : 2022-03-22 09:50:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ৪০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

শ্রীনগরে ৪০ কেজি গাঁজা সহ তিনজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত সোমবার রাত ৩ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও বাস স্ট্যান্ডের সামনে থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১০ এর একটি টিম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ১টি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ড ১২-০৭৮৬) আটক করে। কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে র‍্যারে সদস্যরা ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় কাভার্ডভ্যানের চালক যশোর কোতয়ালী থানার আবু তালেবের পুত্র মোমিন ইসলাম(২৮),কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল খালেকের পুত্র আলমগীর হোসেন (৩৮) ও গাজিপুরের শ্রীপুরের ফারুক মিয়ার বাড়ির ভাড়াটিয়া কামরুল হাসান(২৪) কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরো জানায়, উদ্ধারকৃত ১৪টি প্যাকেটে গাঁজার পরিমান ৪০ কেজি। এর আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।