শ্রীনগরে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করলেন আলহাজ্ব মমিন আলী

প্রকাশ : 2024-12-05 14:52:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করলেন আলহাজ্ব মমিন আলী

শ্রীনগর উপজেলা বি এন পি এর সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর নেতৃত্বে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করা হয়েছে । 

৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সাড়ে ১০ টায় নেতা কর্মীদের নিয়ে বজারস্থ যুবদল কার্যালয়ের সামনে পথ সভা করে । সেখানে বক্তব্য রাখেন উপজেলা বি এন পি এর সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন , শ্রীনগর ইউ পি চেয়ারম্যান তাজুল ইসলাম , সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতিন , রাহাতুল ইসলাম রিপন ভূঁইয়া ।

পথ সভা শেষে শুরু হয় লিফলেট বিতরণ। তারা শ্রীনগর বাজারের বিভিন্ন দোকানদার সহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে চকবাজার ব্রীজে উঠলে আবুল কালাম কাননকে মমিন আলী গ্রুপের সাথে একাত্ন হয়ে লিফলেট বিতরণ সহ বক্তব্য রাখতে দেখা যায়।

এরপর বিতরণ কর্মসূচিটি স্টেডিয়াম সংলগ্ন মডেল মসজিদে গিয়ে শেষ হয় । 

এসময় উপস্থিত ছিলেন সামসুল আলম পীর খোকন, আঃ হাই তালুকদার, আবুল তালুকদার, ইদ্রিস আলী, তাজুল মাদবর, বিল্লাল হোসেন, জিয়াউল হক প্যারিশ, লিমন মোড়ল, হাসীব  ও বাবুল প্রমুখ ।  

 

সা/ই