শ্রীনগরে ১০ টি হাট ও বাজার ১ কোটি ২১ লাখ টাকায় ইজারা
প্রকাশ : 2022-03-09 19:54:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগর উপজেলার ১০টি হাট ও বাজার ১ বছরের জন্য ১কোটি ২১লাখ ২৫ হাজার টাকায় ইজারা হয়েছে। এর মধ্যে ১৪২৯ বাংলা সনের জন্য দেউলভোগ হাটের ইজারা উঠে ৫১ লাখ ৫০হাজার ৫শ টাকা ও শ্রীনগর বাজার ৪০ লাখ ৫০ হাজার ৫শ টাকায় ইজারা হয়েছে। বাকী হাট গুলোর মধ্যে আলামিন বাজার ৪ লাখ ৬৫ হাজার,ভাগ্যকুল বাজার ৮ লাখ ৩২ হাজার ৫শ,বাঘড়া বাজার ৫০ হাজার ৫শ,সিংপাড়া বাজার ৪লাখ ১হাজার ২শ,ষোলঘর বাজার ২লাখ ৪৬ হাজার ৫শ, বিবন্দি বাজার ৫হাজার ৮শ,কুকুটিয়া বাজার ৩৪ হাজার ১৫০, শিবরামপুর হাট ৮লাখ ৯০ হাজার টাকায় ইজারা হয়।
বুধবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে হাট-বাজার ইজারার বাছাই কমিটির সভায় দরপত্র উন্মুক্ত করে সর্বোচ্চ মূল্যের দরদাতাদেরকে ইজারা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ব্যারিস্টার সজিব আহামেদ।