শ্রীনগরে হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

প্রকাশ : 2023-11-10 19:31:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

বিএনপি, জামাতের ডাকা লাগাতার হরতাল অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা । ১০ নভেম্বর শুক্রবার  বিকেলে কুকুটিয়া বাজারের পূর্ব দিকের পাকা রাস্তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ইউ পি আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে  ও জয়েন্ট সেক্রেটারি দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব সেলিম আহাম্মেদ ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাবুল হোসেন বাবু, ইউ পি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহজাহান চিশতি, আব্দুস সালাম সেন্টু মোক্তার, জাহাঙ্গীর আলম, বি এম শাহীন যুবলীগ নেতা রফিকুল মোল্লা, সাজন, সুমন, কমল ও মইনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং ইউ পি সদস্য  বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদে  রেজাউল করিম রেজার জন্মদিন পালন করা হয় ।