শ্রীনগরে সরকারি জলাশয় ভরাট বন্ধ করলেন ভূমি কর্মকর্তা
প্রকাশ : 2022-09-08 10:43:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি জলাশয় ভরাটের কাজ বন্ধ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ষোলঘর এলাকায় উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের গেইটের উত্তর পাশে ড্রেজার দিয়ে জলাশয় ভরাটের কাজ বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন ষোলঘর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা দিদার হোসেন শাহিন ও আনসার সদস্যবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ড্রেজার সিন্ডিকেট চক্রের সদস্যরা সটকে পরে। জানা যায়, ওই এলাকার কাজী সুলতান রুবেলগং সরকারি জলাশয় ভরাটের কাজ শুরু করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক বলেন, ছাড়পত্রবিহীন ড্রেজারের ৩টি লোহার পাইপ অপসারণ করা হয়। এক দিনের মধ্যে বাকী পাইপ অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করা হলে ভরাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।