শ্রীনগরে সভ্যতার আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ : 2022-09-10 12:13:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে সভ্যতার আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্রীনগরে জনপ্রিয় প্রচার সংখ্যায় শীর্ষে মুন্সীগঞ্জ তথা ঐতিহ্যবাহী বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে পত্রিকাটির ৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও কেক কাটা হয়। শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাবেক কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, সহ-সভাপতি মো. শাজাহান খান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংবাদিক উজ্জ্বল দত্ত, মো. অমিত খাঁন, আব্দুর রকিব, নাজমুল খান সুজন, মো. নাহিদ হাসানসহ অনেকে।

 এছাড়াও পাঠক প্রিয় সভ্যতার আলো ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে উপজেলা প্রশাসন, পাঠকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টজনরা সভ্যতার আলো পত্রিকাটির সার্বিক মঙ্গল কামনা করেন। পত্রিকার সম্পাদক, সাংবাদিক ও সকল কলা কৌশলীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তারা। উল্লেখ্য, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর দৈনিক সভ্যতার আলো’র প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এর পর থেকে নিয়মিত প্রকাশিত পত্রিকাটি অগনিত পাঠকের নজর কাড়ছে।