শ্রীনগরে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী ও তার ভাই আহত  

প্রকাশ : 2022-07-13 17:53:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী ও তার ভাই আহত  

শ্রীনগরে পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলায় এক ব্যবসায়ী ও তার ছোটভাই গুরুত্ব আহত হয়েছে। ঈদের আগের দিন শনিবার সকালে শ্রীনগর উপজেলার আলামিন বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় আলামিন বাজার দিশারী ক্লাব সংলগ্ন রড সিমেন্টের ব্যবসায়ী আব্দুর রহিমের দোকান থেকে গত কয়েক মাস পূর্বে উপজেলার জগন্নাথপট্রি এলাকার মৃত্যু আউয়াল শেখের ছেলে মামুন শেখ রড সিমেন্ট কিনে ৭০ হাজার টাকা বাকি রাখেন। গত শনিবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী রহিমের সাথে মামুনের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে ঐদিন বেলা ১১ টায় মামুন তার দুই ভাই পারভেজ ও আতিক সহ ৮/১০ জন্য বহিরাগত সন্ত্রাসী নিয়ে রহিমের দোকানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা  রহিম (৩৬) ও তার ছোট ভাই রানা (২৩) কে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে  এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত দুই ভাইকে স্বজনরা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনা আব্দুর রহিম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অংকুর ভট্টাচার্য বলেন এ ঘটনায় মামলা হয়েছে আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।