শ্রীনগরে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রারম্ভিক সভা
প্রকাশ : 2024-01-27 09:56:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলাস্থ ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার (একেএসকে) উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালনের প্রারম্ভিক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি এ সভার আয়োজন করে।
গতকাল শুক্রবার দেশ বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস প্রফেসর ড.সিরাজুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি ও চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (১৯৫৯) প্রফেসর ড. একে এম ইকবাল হুসেইন।
প্রধান অতিথির ভাষনে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন - মাকড়সা জ্বাল তৈরি করে কিন্তু তা টেকসই হয় না।মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। মৌমাছি আর কিছু পারে না। কিন্তু মানুষের ক্ষমতা মাকড়সা ও মৌমাছির চেয়ে অনেক বড় বহুমুখী ও সৃজনশীলতাপূর্ণ। এ জন্য মানুষ যুগে যুগে বিশ্বের সর্বত্র গড়ে তুলেছে সভ্যতা। তিনি ১৯৪৭ ও ১৯৭১ সালে দুবার স্বাধীন হওয়ার প্রেক্ষাপট বিশ্লেষণ করে বলেন, এজন্য বহু ত্যাগ করার পরেও মানুষের মুক্তি আসেনি। তিনি মানুষের মুক্তির জন্য সামাজিক মালিকানার অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য ছাত্র সমাজকে সচেতন ও সুশিক্ষিত হওয়ার আহবান জানান।
সভায় স্মৃতি চারণ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, আবু সাঈদ ভূইয়া, এসএমএস খালেক, লায়ন দেওয়ান নাসিরুল হক, ডা. মো.জয়নাল আবেদীন ঝিলু, মো. শাহেআলম প্রমুখ।
এর আগে একশত বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় । শত বর্ষ তোড়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। পরে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। বিদ্যালয়ের স্কাউটদের ড্রামের শব্দে আনন্দ শোভা যাত্রায় নতুন মাত্রাযুক্ত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের স্কাউটগণ।
উল্লেখ্য, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের শত বর্ষের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে।
ই