শ্রীনগরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
প্রকাশ : 2021-08-07 08:47:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে বিশেষ দোয়া মাহফিল, ছবি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের কর্ণধার শেখ কামালকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও হত্যা করে ঘাতকরা। মাত্র ২৬ বছরেই শহীদ হন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল।