শ্রীনগরে শিক্ষককে কুপিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা
প্রকাশ : 2025-01-22 08:39:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাহালুল (৩৪) নামে এক মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে মোটর সাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পশ্চিম কামারখোলা ঢাকা মাওয়া মহাসড়ক ও রেললাইনের মধ্যবর্তী কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এঘটনায় আহত শিক্ষক রাহালুল বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, পশ্চিম কামারখোলা দারুস সুন্নাহ জামিয়া সালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষক বাহালুল শ্রীনগর থেকে মাদ্রাসার বাজার শেষে মোটর সাইকেল চালিয়ে ঘটনাস্থলে পৌছলে অজ্ঞাতনামা তিনজন একটি মোটর সাইকেল যোগে এসে শিক্ষককের গতিরোধ করে। ছিনতাইকারীরা শিক্ষকের ঘাড়সহ শরীরে এলোপাতাড়ি কুপিয়ে নগদ ৬ হাজার টাকাসহ মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টার করে। এসময় শিক্ষকের পিছনে থাকা ছাত্র শাওন দৌড়ে গিয়ে মাদ্রাসায় সংবাদ দিলে অন্যান্য ছাত্ররা এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় শিক্ষক এক ছিনতাইকারীকে ঝাপটে ধরে পরিহিত জ্যাকেট রেখে দেয়।
এব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোঃ শাকিল আহম্মেদ বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।