শ্রীনগরে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন
প্রকাশ : 2022-08-05 22:24:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশের আধুনিক ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পূস্পার্ঘ্য অর্পণ, দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পণ শেষে দোয়ার আয়োজন করা হয়। বেলা সারে ১০ টায় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে তার সভাকক্ষে আলোচনা সভায় প্রধান আতিথী হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মসিউর রহমান মামুন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবু বক্কর ছিদ্দিক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন আর রশিদ.সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,শ্রীনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান. কৃষি কর্মকর্তা শান্তনা রানী,সমাস সেবা কর্মকর্তা মাহফুজা বেগম, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রয়েল প্রমুখ। আলোচনা সভা শেষে শেখ কামালের জীবনীর উপর গল্প ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।