শ্রীনগরে মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার করলেন আজিজুল চেয়ারম্যান
প্রকাশ : 2024-03-29 22:00:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
উপজেলার ষোলঘড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম মাদ্রাসা শিক্ষার্থী ও এতিম বাচ্চাদের নিয়ে ইফতার করলেন । সিয়াম, সাধনা আর আত্মশুদ্ধির মাস মাহে রমজানের মাগফেরাতের অষ্টম দিনে শুক্রবার সন্ধ্যায় ষোলঘড় জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রায় দুই শত শিশু কিশোর ও শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ইফতার পূর্ব সময়ে দেশ ও আন্তর্জাতিক শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হোসাইন আহাম্মেদ ইসহাকী । এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ষোলঘড় ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মোশাররফ হোসেন , সমাজ সেবক নজরুল ইসলাম মাহী, আল আমিন , মিজানুর রহমান আসিক, আবদুল আহাদ , সামসুল আলম খোকন ও জয়নাল আবেদীন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।