শ্রীনগরে ভগ্নিপতিকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

প্রকাশ : 2023-09-15 18:37:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ভগ্নিপতিকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে স্ত্রীর বড় ভাই ঘুমন্ত ভগ্নিপতিকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ রাসেল (২৭) ওই গ্রামের রশিদ খানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রাসেল কিছুদিন আগে তার স্ত্রীর মাদকাসক্ত বড় ভাই এই হত্যায় অভিযুক্ত শেখ রহমানকে মাদক নিরাময় কেন্দ্র রিহ্যাব সেন্টারে ভর্তি করেন। সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রহমান  কৌশলে তার আপন ভগ্নিপতি রাসেলের ঘরে ঢুকে।  এসময় খুনি  রহমান  ঘুমন্ত রাসেলকে  চাইনিজ কুড়াল দিয়ে  কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোহার উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে  মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল তায়েবীর জানান, নিহত রাসেলের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।