শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

প্রকাশ : 2022-03-17 19:19:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। শ্রীনগর উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,শ্রীনগর থানা,হাঁসাড়া হাইওয়ে থানা, শ্রীনগর প্রেস ক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লে·,ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, মাহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার ব্যারিস্টার সজিব আহমেদ,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, আনোয়ার হোসেন খান, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগের প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।