শ্রীনগরে ফসলি জমির মাটি কাটার অপরাধে আর্থিক জরিমানা

প্রকাশ : 2023-03-09 11:49:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ফসলি জমির মাটি কাটার অপরাধে আর্থিক জরিমানা

শ্রীনগরে ফসলি জমির মাটি উর্বর মাটি কাটার অপরাধে নূর মোহাম্মদ নামে এক মাটি খেকোকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নূর মোহাম্মদ পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার উপজেলার ধীপপুর এলাকার আব্দুল লতিফের ছেলে। গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ছত্রভোগ সংলগ্ন আড়িয়াল বিল এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচানা করে নূর মোহাম্মদকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী কৃষি জমির মাটি কাটার অপরাধে নূর মোহাম্মদকে ১ লাখ টাকা জরিমানা করেন। জানা গেছে, নিয়ম নীতির তোয়াক্কা না করে মাটি খেকো চক্রটি আড়িয়াল বিল এলাকায় স্ক্যাভেটর (ভেক্যু) দিয়ে ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করছিল।