শ্রীনগরে ফল বিক্রেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশ : 2025-05-16 10:07:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে ফল বিক্রেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

মুন্সীগঞ্জের শ্রীনগরে কোরবান আলী(৫৭) নামে এক ফল বিক্রেতাকে কুপিয়ে তার কাছে থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কেসি রোডের চান্দারটেক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুরুত্বর আহত বাবার ফোন পেয়ে তার ছেলে রাতুল ঘটনাস্থলে পৌছে দ্রুত বাবাকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থার অবনতি দেখে  ঢাকা ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।

কোরবান আলীর স্ত্রীর বড় ভাই  আমির হোসেন জানান, তার ভগ্নিপতি কোরবান আলী প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে বাড়ী থেকে রাজেন্দ্রপুর ফল ক্রয়ের উদ্দেশ্য রওনা হয়ে চান্দারটেক পৌছে অটোরিক্সায় উঠে। অটোরিক্সায় উঠার সাথে সাথে চালকের যোগসাজসে চালকসহ আরো অজ্ঞাতনামা ২জন ছিনতাইকারী কোরবান আলীকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে এলোপাথারী কুপিয়ে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোহ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।