শ্রীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশ : 2022-02-16 15:30:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে অর্ধশতাধিক স্টলে উপজেলার খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেনারি ফার্মেসিগুলো অংশ নেয়। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভি, ষাঁড়, কবুতর প্রদর্শনীতে শোভা পায়। পরে সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা প্রনব কুমার ঘোষ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রদর্শনীর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী। 

ভেটেরিনারি সার্জন ডা. কামরুজ্জামান সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সালিমা ফেরদৌস।

আরোও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, আ.লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমসহ প্রমুখ।