শ্রীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ গৃহ পাচ্ছেন আরও ৭টি পরিবার 

প্রকাশ : 2022-04-24 20:47:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ গৃহ পাচ্ছেন আরও ৭টি পরিবার 

"আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার" এই স্নোগানকে সামনে রেখে শ্রীনগরে প্রধান মন্ত্রীর ঈদ উপহার জমিসহ গৃহ পাচ্ছেন আরও ৭টি পরিবার। এ উপলক্ষে আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১.৩০ টায় শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন এর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ, ভাইস চেয়ারম্যান ওয়হিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, রাঢ়ীখাল ইউপির চেয়ারম্যান আঃ বারেক খান, পাটাভোগ ইউপির চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, ভাগ্যকুল ইউপির চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাৎ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উল্লেক্ষ্য শ্রীনগর উপজেলায় আশ্রয়ণ - ২ প্রকল্পের আওতায় ১ম ও ২য় পর্যায়ে আরও ৯১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এর মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৯৮টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।