শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্পের আসরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণ পদক প্রদান
প্রকাশ : 2024-02-29 20:12:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
(মুন্সীগঞ্জ) শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গল্পের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় শ্রীনগর স্টেডিয়ামে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ গল্পের আসর অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন বিপিএএ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, আনোয়ার হোসেন খান।
এ সময় উপজেলার ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে-১০ম শ্রেণির ২০ হাজার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে স্বর্ণ পদক ও ৯০ জন শিক্ষার্থী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
ই