শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
প্রকাশ : 2023-12-14 17:17:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ সহ ২জন নিহত হয়েছে।বুধবার ভোর রাতে ঢাকা দোহার সড়কের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক নারী (৫৫) নিহত হয়।পুলিশ ও এলাকাবাসী জানায়,নিহত ওই নারী একজন মানসিক রোগী।
অপরদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলা ষোলঘর নামক স্থানে ঢাকা মুখি দ্রুতগামী একটি বাস অপর একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শুখানুর রহমান সুজন (৩৫) নামক এক ব্যক্তি নিহত হয়। নিহত সুজন যশোর জেলার বাগারপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের সুলতান শিকদারের ছেলে। সে একমি ফার্মাসিটিক্যাল লিমিটেডে কর্মরত ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসেের স্টেশন অফিসার মাহফুজ রিবেন জানান,নিহত দুজনের লাশ শ্রীনগর ও হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
ই